ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

হিলিতে ফেনসিডিলসহ যুবক আটক 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৫, ২০ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে কাপড়ের তৈরি কটির ভেতর করে বিশেষ কায়দায় ফেনসিডিল পাচারের প্রাক্কালে ১৩১ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম তারেক হোসেন আকাশ (২৩)।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় হিলির সীমান্তবর্তী জিলাপিপট্টি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক তারেক হোসেন জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সুলতান হোসেনের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এক যুবক এমন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল দল হিলির সীমান্তবর্তী জিলাপিপট্টি এলাকায় অবস্থান নেয় পুলিশ। এসময় সীমান্তের দিক থেকে আসা তারেক হোসেনকে আটক করা হয়। 

এ সময় তার শরীরে তল্লাশী চালিয়ে শরীরে ফিটিং অবস্থায় কাপড়ের তৈরি কটির ভেতর হতে ১৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক শনিবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি